ভারত গড়ার কারিগর

“মাস্টারমশাই, আমি আত্মহত্যা করতেই যাচ্ছিলাম। হঠাৎ আমার ভিতর থেকে  কেউ যেন  বলে উঠল- প্রাণ যদি দিতেই হয় তবে পুকুরে জলে কেন? সেটা দেশমাতৃকার কল্যাণে উৎসর্গ কর!  তখন সবার আগে আপনার কথা আমার মনে হল। আপনি আমাকে সঠিক যায়গায় পৌছে দিন মাষ্টারমশাই!“  এত কাণ্ডেও পারুলের  চোখে জল আসেনি। এবার ঝর ঝর করে কেঁদে ফেলল পারুল।

by মীরা কাজী | 12 October, 2025 | 102 | Tags : Bengali Short Story Parulbala Freedom Fighter